ক্ষমতাসীন দলের সাংবাদিক
সাংবাদিকদের বলা হয় সরকারের ‘স্থায়ী সমালোচক’। সমালোচনা বা প্রতিবেদনের কারণে সাংবাদিকরা অতীতে বহুবার হয়রানির শিকার হয়েছেন। শেখ কামাল আহমেদ সোফাকে তার পিতার শাসনামলে “একটি ভদ্র সমাজে উচ্চারণ করা যায় না” এমন গালাগালি দিয়েছিলেন। তবে এর আগে শেখ মুজিবের শাসনামলেও সাংবাদিকরা হয়রানির শিকার হলে সাংবাদিকরা প্রতিবাদ করত। তিনি সরকারের সমালোচনা বেশি করতেন। কিন্তু এখন পুরো উল্টো …

