In the name of the sacred religion of peace, Islam, the Jamaat-Shibir group has been engaging in violent political activities for a long time, including cutting the tendons of the hands and feet of their opponents, killing or permanently crippling them. These atrocities are carried out not just through tendon cutting but also through murder, gouging out eyes, severing tendons, and other horrific acts such as inserting a bicycle spoke into someone’s ear to extract their brain — all in the name of religion.
Before the 10th National Election, the people of this country witnessed firsthand the secret attacks, sabotage, and violence carried out by the BNP-Jamaat-Shibir group. During that time, the group brutally murdered numerous people, including members of the police, RAB, and BGB, through hacking and beating in broad daylight. They poured petrol on truck, bus, and CNG drivers, setting them on fire, and celebrated their deaths with cruel glee. The scale of the human lives lost and the countless others who were permanently crippled by fire during their rampage is terrifying to even imagine.
Recently, in a related article, Swadesh Roy mentioned in a newspaper column that the terrorist activities, murders, and destruction of state property carried out by Shibir in 2013 were not merely criminal offenses. These were acts of international terrorism and armed warfare against the state. While the government was busy suppressing these crimes, BNP was politically covering up Shibir’s actions under the guise of their so-called caretaker government movement. Although Shibir’s terrorism reduced somewhat after the success of the January 5 elections, they resumed their activities. What occurred at Rajshahi University on the 28th is beyond horrifying. Additionally, Shibir has chosen new tactics to destabilize the country, including attempts to discredit the RAB and police forces.
Analyzing various reports from newspapers about Jamaat-Shibir’s heinous activities reveals that on May 31, 1988, Shibir initiated its tendon-cutting politics by publicly murdering Jamil Akhtar Ratan, president of the Rajshahi Medical College branch of Chhatra Maitree, by severing the tendons in his hands and feet. On September 19 of the same year, they gruesomely killed Zubair Chowdhury Rimu, a leader of Chhatra Maitree, by cutting his tendons. In 1994, Shibir members severed the wrist of Pradyut Rudra Chaiti, a Chhatra Maitree leader, while he was on his way to an exam. In July 1995, Shibir members severed the wrist of Farhad, a central committee member of Chhatra Dal, and injured 25 other Chhatra Dal leaders by cutting their tendons.
After driving Chhatra League off campus on November 16, 1999, Shibir’s tendon-cutting politics halted for nearly a decade. However, in 2010, with the murder of Chhatra League activist Faruq on February 8, Shibir returned to this violent practice. That day, they severed the tendons of six Chhatra League members. Although Shibir’s tendon-cutting politics remained dormant for two and a half years after that, Rajshahi University has seen the highest number of such cases, with at least 15 activists in the area having their tendons severed over the past five years. These individuals are now permanently crippled, and the number of those affected continues to grow. On April 28, 2014, two Chhatra League activists had their tendons cut in broad daylight.
Investigative reports from various newspapers indicate that Jamaat-e-Islami’s Naib-e-Amir Delawar Hossain Sayedee and other war criminals’ verdicts are prompting Shibir cadres to plan larger-scale sabotage. Their plan includes attacks on law enforcement, major infrastructure, and efforts to discredit the security forces using their ‘suicide squad.’ The government must remain vigilant against these anti-state activities and take effective measures to protect the lives and property of the people. After Sayedee’s final verdict, the country’s patriotic citizens and law enforcement must be united to respond forcefully to any acts of sabotage, violence, or destruction of the nation’s resources. We want to ensure that no more lives are lost to these heinous forces.
এই প্রথম দেখলাম একজন নেতা। বিস্মিত হলাম, সত্যি উনি যোগ্যতা রাখেন।
আমি পুরো ৪৯ মিনিট ৪৬ সেকেন্ড শুনলাম!
জাস্ট অসাধারণ বক্তব্য!
কতটা সাবলীলভাবে তিনি উত্তরগুলো দিচ্ছিলেন
আমি কখনোই এর আগে বাংলাদেশের অন্যকোন দলের গুরুত্বপূর্ণ নেতাকে এতো সাবলীল ও যুক্তিপূর্ণ উত্তর দিতে দেখিনি
মহান আল্লাহ তায়ালা দেশের কল্যাণে তার রাজনৈতিক মেধাকে আরো বাড়িয়ে দিন
আমি এই সাক্ষাৎকারটি শুনতে চাচ্ছিলাম না। একবার ভাবলাম শুনি , ঘুমঘুম ভাব ছিল কিন্তু প্রশ্ন-উত্তর ঘুম থেকে আমাকে জাগিয়ে তুলেছে শেষ পর্যন্ত সম্পূর্ণ কথাগুলো শুনেছি এক কথায় অসাধারণ। এমন সাক্ষাৎকার যে কোন ব্যক্তিকে যোগ্য করে গড়ে তুলতে পারে।
আমি একজন বিএনপি কর্মী ছিলাম এবং ভোট দিয়েছিম বিএনপি কে কিন্তু আমি লক্ষ্য করি বিএনপি ও আওয়ামীলীগ একেই জাতি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে জামায়াত কে আমার ভোটটি দিবো ইনশাল্লাহ।
কি অসাধারণ সাক্ষাৎকার! আমার মনে হয়, আমাদের কোনও রাজনীতিবিদের এত চমৎকার ও স্মার্ট সাক্ষাৎকার আমি আর দেখিনি। তিনি অত্যন্ত সাবলীলভাবে , কোনোরকম এড়িয়ে না গিয়ে সব কঠিন ও বিব্রতকর প্রশ্নের উত্তর দিয়েছেন। নিকোল আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত প্রাণবন্ত একটা অনুষ্ঠান উপহার দেয়ার জন্য
আলহামদুলিল্লাহ, আমার জীবনের ফার্স্ট বা এই প্রথম বার রাজনীতির পুর সিজনটা দেখলাম, আসলে পুরো সিজনটা মনোমুগ্ধকর ছিল, এবং আমাকে সহ অনেক মানুষকে মুগ্ধ বক্তব্যগুলি করেছে, এরকম রাজনীতির সিজন দেখানোর জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাই, আমাদেরকে এরকম আরো রাজনীতি সংবাদ উপহার দেবেন
আমার জীবনে এমন কোনো রাজনীতির আলোচনা প্রায় ১ ঘন্টা সময় শুনার মতো ধৈর্য কখনই হয়নি কিন্তু আজকের আলোচনা থেকে এক সেকেন্ড ও স্কিপ করিনি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এবং অসংখ্য ধন্যবাদ ড.শফিকুর রহমানকে চমৎকার ভাবে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং যমুনা টেলিভিশনকে
গত ৮ মাস যাবৎ আপনাদের অনুষ্ঠান দেখছি _ আপু আপনি অনেক সময় কথা কেড়ে নিতে হয় কিন্তু আজ এমনটা হয় নাই । এত সুন্দর সাবলীল মনোমুগ্ধকর আলোচনা আমার জীবনে কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে শুনিনি।এত ভদ্র ও নম্র মানুষ মুগ্ধ না হয়ে পারা যায় না। জামাত সম্পর্কে ভুল ধারণা চলে যাচ্ছে। আমি সেই মানুষকে ভালবাসি যে সাদাকে সাদা বলতে পারে আর কালোকে কালা!
শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম এবং শুনলাম,এত চমৎকার করে উত্তর দেওয়া মানুষ আমার মনেহয় এই প্রথম দখতেছি,খুব ভাল লেগেছে,আশলে বাংলাদেশে এই রকম কতা বলার মত নেতাদের দরকার,ধন্যবাদ জনাব শফিকুর রহমান সাহেবকে,দুয়া করি আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করেন আমিন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা ন্যায় ইনসাফ ও সত্যের পক্ষে। জামায়াতের আমির সাহেব কে অভিনন্দন।
জামায়াতের আমির সাহেব কে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমি একজন খ্রিস্টান হয়ে আমীর সাহেব এর কথা শুনে জামাত কে ভালো লাগছে। এখন দেখার বিষয় ক্ষমতা পেলে জামাত কি করে ! নিকোল এর উপস্থাপন সব সময় ভালো।ধন্যবাদ যমুনা
কি অসাধারণ বক্তব্য, প্রতিটা প্রশ্নের উত্তর দিতে কোন সংকোচ বোধ করেনি, এতটা সময় শুনতে শুনতে কিভাবে যে গেল বুঝতে ই পারলাম না, আর অবশ্যই যমুনা টেলিভিশন কতৃপক্ষ কে ধন্যবাদ এমন সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান করার জন্য
যমুনা টিভিতে এই প্রথম একজন ভালো মনের মানুষ আসলো এতদিনে যতজন এসেছে সবার থেকে শ্রেষ্ঠ একজন মানুষ
.প্রায় ৫০ মিনিটের ভিডিও দেখে শুরুতে মনে হলো পুরোটা দেখা আমার পক্ষে সম্ভব না। আর আমি রাজনীতির এই সংলাপ গুলো দেখিও না তেমন। কিন্তু আজকের এই সংলাপটি একটুও স্ক্রল করার সুযোগ পেলাম না। প্রশ্ন গুলো যেমন চমৎকার লাগলো, উত্তর গুলোও মনোমুগ্ধকর ছিলো।
কোনো রাজনৈতিক ব্যক্তির বক্তব্যের কমেন্ট বক্সে ১০০ ভাগ প্রশংসার নজির এটিই প্রথম মনে হয়।,কি অসাধারণ সাক্ষাৎকার! আমার মনে হয়, আমাদের কোনও রাজনীতিবিদের এত চমৎকার ও স্মার্ট সাক্ষাৎকার আমি আর দেখিনি। তিনি অত্যন্ত সাবলীলভাবে , কোনোরকম এড়িয়ে না গিয়ে সব কঠিন ও বিব্রতকর প্রশ্নের উত্তর দিয়েছেন। নিকোল আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত প্রাণবন্ত একটা অনুষ্ঠান উপহার দেয়ার জন্য
আপনার কথা যতই শুনি ততই প্রেমে পড়ে যাই। আপনি দীর্ঘজীবী হন আপনাকে আল্লাহ হায়াত দান করুক।
আমি নিশ্চিত এই কঠিন প্রশ্নগুলো অন্য কোন রাজনৈতিক নেতাকে করলে ঘাবড়ে যেত, মাশা’আল্লাহ কত সুন্দরভাবে জামাতে আমির সবগুলো প্রশ্নের উত্তর দিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদা ন্যায় ইনসাফ ও সত্যের পক্ষে। জামায়াতের আমির সাহেব কে অভিনন্দন।
জামায়াতের আমির সাহেব কে অভিনন্দন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
ডাক্তার শফিকুর রহমান,, এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর আপনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন,, একজন জ্ঞানী ও সত্যবাদী মানুষ ছাড়া এত সুন্দর ভাবে কেউ কথা বলতে পারে না,, অসাধারণ
আমার ছোট্ট জীবনে এই প্রথম মনোযোগ দিয়ে কোন রাজনৈতিক সাক্ষাৎকার শুনি নাই। এই প্রথম মন ভরে শুনলাম আমার শোনার পরে মনটা ভরে গেল। যে এত সুন্দর করে উত্তর দেওয়া যায়। ডাঃ শফিকুর রহমান থেকে শিখলাম
আমি কখনো কোনদিন ধৈর্য ধরে কোন রাজনীতিক ব্যক্তির নেতার বক্তব্য শুনিনি আমার এত ধৈর্য নাই আজিই প্রথম ৪৯ মিনিট ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শুনলাম খুবই মনোমুগ্ধকর প্রাণবন্তকর কথা বলেন উনি কোনরকম রাগ দেখান না কোন উচ্চ বাক্য ব্যবহার করেন না। এমন কঠিন প্রশ্ন উপস্থাপিকা করেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রশ্নগুলা যদি বাংলাদেশের যে কোন রাজনীতিবিদ কে করা হতো এত সুন্দর ভাবে নির্ভুলভাবে মনমুগ্ধকর ভাবে উত্তর দিতে পারতো না। বাংলাদেশের পরিবর্তনের জন্য জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় আনা দরকার।
গত ৮ মাস যাবৎ আপনাদের অনুষ্ঠান দেখছি _ আপু আপনি অনেক সময় কথা কেড়ে নিতে হয় কিন্তু আজ এমনটা হয় নাই । এত সুন্দর সাবলীল মনোমুগ্ধকর আলোচনা আমার জীবনে কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে শুনিনি।এত ভদ্র ও নম্র মানুষ মুগ্ধ না হয়ে পারা যায় না। জামাত সম্পর্কে ভুল ধারণা চলে যাচ্ছে। আমি সেই মানুষকে ভালবাসি যে সাদাকে সাদা বলতে পারে আর কালোকে কালা! **
আলহামদুলিল্লাহ, আমার জীবনের ফার্স্ট বা এই প্রথম বার রাজনীতির পুর সিজনটা দেখলাম, আসলে পুরো সিজনটা মনোমুগ্ধকর ছিল, এবং আমাকে সহ অনেক মানুষকে মুগ্ধ বক্তব্যগুলি করেছে, এরকম রাজনীতির সিজন দেখানোর জন্য যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাই, আমাদেরকে এরকম আরো রাজনীতি সংবাদ উপহার দেবেন
মুগ্ধ হয়ে জামায়েত আমিরের বক্তব্য শুনছিলাম। এত কঠিন কঠিন প্রশ্ন এত সুন্দর ভাবে গুছিয়ে উত্তর দিচ্ছিলেন মাশাআল্লাহ।
অসাধারন একজন মানুষ| কথা শুনলে মনে হয় হৃদয় দিয়ে কথা বলেন এবং যুক্তি দিয়ে বিব্রতকর প্রশ্নের সাবলীল উত্তর দিলেন, মন্ত্রমুগ্ধের মত শুনতে শুনতে কখন যে সাক্ষাতকারটি শেষ হল বুঝলাম না|
মাশা-আল্লাহ। অত্যন্ত সুন্দর ও পরিষ্কার ভাবে বিনয়ীর সাথে প্রশ্নের জবাব দিয়েছেন। বিনম্র শ্রদ্ধা ও সুস্থতা কামনা রইলো
৭১ থেকে ২৪ পযনত সবাই আমাদের শাসন শোসন করে আমরা এবার জামাতকে দেখা উচিত
কি অসাধারণ বক্তব্য, প্রতিটা প্রশ্নের উত্তর দিতে কোন সংকোচ বোধ করেনি, এতটা সময় শুনতে শুনতে কিভাবে যে গেল বুঝতে ই পারলাম না, আর অবশ্যই যমুনা টেলিভিশন কতৃপক্ষ কে ধন্যবাদ এমন সুন্দর একটা আলোচনা অনুষ্ঠান করার জন্য
এই মহিলা,
আমিরে জামায়াতকে
অনেক বিক্রিত প্রশ্ন করে
ব্যক্তিগত ভাবে হেয় করতে চেয়েছে
আল্হামদুলিল্লাহ আমিরে জামায়েত
খুব শান্ত ভাবে তার সব প্রশ্নের
উত্তর দিয়েছেন।