পুলিশের নির্যাতনের এই গল্প নতুন নয়। পুলিশ এখন আসলে দানবের মতন। বলা চলে আওয়ামী দানব।
বিএনপি কর্মী সিরাজগঞ্জের মেরী সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন গত বছর ১৪ই ডিসেম্বরে। সে দিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অবস্থানের সময় কয়েকটি মোটরসাইকেলে এসে তাদের ওপর হামলা করে আওয়ামী লীগের গুণ্ডারা। গুণ্ডাদের কিছু না বললেও পুলিশ এসে উল্টো বিএনপি কর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। একপর্যায়ে গুলি করে। মেরীর দুই চোখে তিনটি স্প্লিন্টার বিদ্ধ হয়। এবং তার দুই চোখই অন্ধ হয়ে যায়।
যেই পুলিশের বর্বর আক্রমণে মেরী চোখ হারালো তার কোন বিচার হয়নি অথচ পুলিশ তাদের হামলায় চোখ হারানো মেরীর বিরুদ্ধে মামলা দিয়েছে। অসহায় মেরীর চোখে আলো নেই তবুও তাকে আদালতের বারান্দায় জামিনের জন্য বসে থাকতে হয়।
বাংলাদেশের পুলিশ যাকে নির্যাতন করেছে তার নামেই মামলা দিয়ে তার বিরুদ্ধে কি প্রতিহিংসা বাস্তবায়ন করছে? সভ্য দেশে এমন ঘটনা ঘটলে মেরীর কাছে পুলিশের উর্ধতন কর্তারা এসে ক্ষমা চাইতো, মেরীকে ক্ষতিপুরণ দিতে রাষ্ট্রকে বাধ্য করতো আদালত। অথচ আজ মেরীই আলোহীন চোখে ধুঁকতে ধুঁকতে মিথ্যা মামলার ঘানি টেনে যাবে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরে।
Please support us by visit and share your comments on : https://bdrealissues.blog/ and https://daily-nobojug.com/





The name of police in Bangladeshi the terrorism.
You have nothing to do with that you are not living in the country so why you spreading this false news
Come on bro stop doing those
The government is harassing people just to win the next election
By hook or by crook they will win the next election there is no doubt about that